Monday, June 11, 2018

♦️মাননীয় প্রধানমন্ত্রী সমীপে সবিনয় প্রার্থনা

♦️মাননীয় প্রধানমন্ত্রী সমীপে সবিনয় প্রার্থনা - Freedomfighter Ahmedullah♦️
১) মুক্তিযোদ্ধাদেরকে মহান সংবিধানে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে একটি বিল সংসদে আনা হোক।
২) মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন পাশ করা হোক।
৩) মুক্তিযোদ্ধাদেরকে পূর্বের নামে মুক্তিবাহিনী বা মুক্তিফৌজ নামে সংবিধানে উল্লেখ করা হোক।
৪) আমরা এই দেশের প্রথম সৈনিক। আমরা সৈনিক হিসেবে সৈনিকের পূর্ণ মর্যাদা ও সুযোগ সুবিধা পেতে চাই।
৫) আমরা সম্মানী ভাতা চাইনা। আমাদেরকে সৈনিকের বিধান অনুযায়ী পেনশন স্কিমের আওতায় আনা হোক। পূর্ণ রেশন সহ পুরো পরিবারের সু চিকিৎসার জন্য সিএমএইচ উন্মুক্ত করা হোক।
৬) আমদের জন্য কোটার প্রয়োজন নেই। আমাদের ডাটা বেজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে রক্ষিত আছে। তা দেখে সন্তানের যোগ্যতা অনুযায়ী চাকুরীতে নিয়োগ দেয়া হোক।
৭) আপনার প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পূর্বেই আবাসনের ব্যবস্থা করা হোক।
৮) মাসিক পেনশন সম্মানজনক ভাবে অন্তত ৫০'০০০/টাকা করা হোক।
৯) শহরে গ্রামে সকল রাস্তা বীর মুক্তিফৌজ দের নামে নামকরণ করা হোক।
১০) সাময়িক সনদ বাতিল করে স্থায়ী সনদ প্রদানের ব্যবস্থা করা হোক।
১১) জাতীয় পরিচয় পত্রের আদলে মুক্তিফৌজ আইডি কার্ড ইস্যু করা হোক।
১২) রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা আমাদেরকে প্রদানের আইন ( ভ্রমণ, বিদ্যুৎ, গ্যাস, পানি, পৌর কর, আয় কর, সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদান সহ ) গেজেট প্রকাশের ব্যবস্থা করা হোক।
১৩) যতদিন বাংলাদেশ নামটি জীবিত থাকবে ততদিন মুক্তিফৌজদের অবমাননাকর কোন কটূক্তি করা হলে তার সর্বৌচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন পাশ করতে হবে।
মাননীয় নেত্রী আমার এই দাবী ও কথাগুলো সমগ্র বাংলাদেশের মুক্তিফৌজদের মনের কথা। এগুলি বাস্তবায়িত হলে জাতি সম্মানিত হবে,আমরা সম্মানিত হবো,সরকার সম্মানিত হবে। ইতিহাস সাক্ষ্য দিবে মুক্তিফৌজ সর্বকালের সর্ব শ্রেষ্ঠ সন্তান।
মরহুম ফিদেল কাস্ত্রো সহ পৃথিবীর সকল মুক্তিযুদ্ধের মহানায়ক সহ জাতিরজনকের আত্মা শান্তি পাবে। এখনো পৃথিবীর সকল দেশে মুক্তিফৌজরা দেশের সকল সুযোগ সুবিধা ১০০% ফ্রি ভোগ করে।
আপনি মুক্তিফৌজদের জন্য যা কিছু করতে চান,আপনার ইচ্ছা অনুযায়ী করবেন। মন্ত্রীপরিষদের কাহারো অনুকম্পা বা দয়া-দাক্ষিণ্য আমরা চাইনা। আপনার দীর্ঘায়ু কামনা করি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

💥সৌজন্যে - Freedomfighter Ahmedullah
০৯-০৬-২০১৮।
* ছবি সৌজন্যে - গুগল।


Comments
Joynal Muktijoddha সহমত পোষন করছি ।
Manage


Reply1d
Manashi Dutta সহমত পোষন করছি।
Manage


Reply1d
Abdur Rashid শতভাগ সহমত।
Manage


Reply1d
Abdur Rashid মুক্তিবাহিনী/ মুক্তিফৌজ শব্দ দুটিই আদি এবং অকৃত্তিম। মুক্তিযুদ্ধ নিয়ে এ'যাবতকালের সবচেয়ে গুরুত্বপৃর্ণ দাবিনামা পোষ্ট এটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কয়েক হালি সংগঠন এবং নেতা, এমনকী মুক্তিযুদ্ধ মন্ত্রনালয় এবং মন্ত্রীরও কোনো প্রয়োজন নেই। 
মাননীয় প্রধা
...See more

Manage


Reply1dEdited
Freedomfighter Ahmedullah আপনাকেও ধন্যবাদ।
Manage


Reply23h
Md Rouf সংসদে সকল কিছুই প্রাস্তাবাকারে পেশ ও পাশ হয়, প্রয়োজন আছে তাই। তা হলে মুক্তিযোদ্ধাদের প্রানের দাবী উপেক্ষিত কেন থাকে। কাদের জন্য, তা কি সাংসদগন, মন্ত্রী মহোদয়গন জানেন না। নাকি মুক্তিযোদ্ধাদের আর কোন প্রয়োজন হবে না, তারা চলমান গাড়ীর বাতিল টায়ার। আমরা আছি...See moreManage

Reply1d
Freedomfighter Ahmedullah চমৎকার লিখেছেন।ধন্যবাদ।আরো জোরালো ভাবে লিখুন।
Manage


Reply23hEdited
Md Rouf Freedomfighter Ahmedullah সকলেই উচিৎ কথা বলার জন্য একত্রিত হউন, ও মানষিক ভাবে প্রস্তুত থাকুন। ধন্যবাদ আপনাদের'কে.....
Manage


Reply23h
Amir Ali এইটা এই সরকার কর্তৃক হলে মুক্তিযুদ্ধের চেতনার অন্যান্য কাজ গুলো করতে দুয়ার খুলে যাবে।৭১আর ১৮অনেক ফারাক এই সরকারের জন্য।তবু আশা করতে আপত্তি কি।এবং এর জন্য "একাত্তরের মুক্তিযোদ্ধা"এই সঙগঠন ও অন্যান্য মুক্তিযুদ্ধে সরাসরি অঙশগরহনকা্রী ও পক্ষের শক্তি গুলো যে আনদোলন সঙগরামে তাতে এক সময় ঐ দাবি গুলো আদায় হবে।যদিও তখন আমরা থাকবো না।আপনার সব সুচিন্তিত সাঙবিধানিক দাবীগুলি উপস্থাপন করার জন্য আনতরিক ধন্যবাদ।
Manage


Reply1d
Freedomfighter Ahmedullah আপনাকেও ধন্যবাদ।এভাবেই লিখতে থাকুন।জয় আমাদের হবেই।
Manage


Reply23h
মশিউল আলম হান্নান সৌজন্যে - Freedomfighter Ahmedullah.
প্রস্তাবনাগুলো আলী আহমেদ উল্লাহ ভাইয়ের, 
লেখা থেকে নেয়া। ধন্যবাদ সহযোদ্ধা ভাইকে।
Manage

Reply1dEdited
Mozibul Hoque Moni মশিউল আলম হান্নান ভাই। আপনার এই পোষ্টটির জন্য অনেক ধন্যবাদ। আহমেদুললাহ ঠিকই বলেছেন যে, উপরের ১৩টি ইস্যু (দাবী বলবোনা। কারন কোন মুক্তিযুদ্ধা কোন সরকারের কাছে দাবী করবে না যা তাদের অবধারিতভাবে প্রাপ্য) প্রতিটি মুক্তিযুদ্ধার মনের কথা। স্বাধীনতার পর থেকেই ...See more
Manage


Reply1dEdited
Mahboob Alam সহমত পোষণ করছি ।
Manage


Reply1d
Samad Talukder আমরাই স্বাধিন বাংলার মুজির নগর সরকারের স্বপথ নেয়া মুক্তিবাহিনী/সেনা সদশ্য। আমাদেরকে সেনা বাহিনীর মরযাদা দিতে হবে। সেনা বাহিনীর অধিনে যারা যুদ্ধ করলো তাদরে নাম সেনা মুক্তিযোদ্ধা তালিকায় নাই অথচ যুদ্ধ না করা সাধারন মানুষ ও পাক ফেরত(৭২পরে) আজ ff army তালি...See more
Manage


Reply1d
Sayeedur Rahmanshapan ভিক্ষার বদলে সম্মান চাই।
Manage


Reply1d
Rabbani Muktijuddha পোষ্টার আকারে সংসদ থেকে ঢাকার অলিতে গলিতে লাগানো উচিত।
Manage


Reply1d
Saif Khokon Same 2u sir
Manage


Reply1d
M.M. Ruso সহমত
Manage


Reply1d
Md Rafiqul Islam সর্বান্তকরনে সমর্থন করছি।
Manage


Reply1d
Md Khairujjaman এটা আমাদের প্রানের দাবি ৷ধন্যবাদ
Manage


Reply1d

Reply1d

Reply1d
Md Shah Newaz সঠিক দাবি
Manage


Reply1d
Sheikh Hasan Ali বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের তাদের প্রাপ্য সম্মানটুকু ও অধিকারগুলো বাস্তবায়ন করা হোক
Manage


Reply1d
Freedomfighter Ahmedullah সবাইর প্রতি আমি বিনীত ভাবে কৃতজ্ঞতা জানাই।দয়াকরে এর পক্ষে জনমত গড়ে তুলে ভাইরাল করে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনুন।জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
Manage


Reply1d
Aftab Kalia উন্থাপিত ন্যায্য দাবীগুলি সর্বান্তকরণে সমর্থণ করছি। সকল মুক্তিযোদ্ধার প্রাণের এ দাবীসমূহ পুরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন প্রত্যাশা করছি।
মশিউল আলম হান্নান ভাইকে আন্তরিক ধন্যবাদ।
Manage


Reply1d
Shahidur Rahman মুক্তিযোদ্ধাদের ন্যায্য দাবীগুলির প্রতি মাননীয় প্রধান মন্ত্র্রীর আশু হস্তক্ষেপ কামনা করছি।জয়বাংলা ।জয় বঙ্গবন্ধু।
Manage


Reply1d
Noor Un Nabi Khan Supporting these demands .
Manage


Reply1d
Anisur Rahman মুক্তিযোদ্ধাদের অধিকার কে যারা খাটো করেছে তাদের কাছেই মুক্তিযোদ্ধা দের ধর্ণা দিতে হয়। যেই প্রশাসন মুক্তিযুদ্ধের ইমেজ কে রক্ষা করতে ব্যর্থ তাদের কাছে কিছু প্রত্যাশা করা সব সময়ই ভুল প্রমাণিত হয়েছে। যারা নিজেদের সুবিধা নিয়ে ব্যস্ত তাদের কাছে কিছু আশা কর...See more
Manage


Reply23hEdited
Freedomfighter Ahmedullah মশিউল আলম হান্নান ভাই,আমি অত্যন্ত আনন্দিত।আপনি চমৎকার ভাবে আমাদের দাবী গুলো উপস্হাপন করেছেন।আমি লিখে চলছি।আপনি সাথে থাকবেন।
Manage


Reply23h
Mukttijudda Sattar Azad Azad আমরা এখন রাজাকার দের ধরে পাকিস্তান পাঠাব.
এর ছেয়ে আর কোন দাবি
নাই।

Manage


Reply22h
Motiur Rahman পাঠাতে পরলে ত ভালই হয়।
Manage


Reply22h
Md Abdul Khaleque সহমত পোষন করছি।
Manage


Reply21h
Md Abul Hossain কিন্ত অামাদের মুক্তিযোদ্ধা ও কমন্ডারা শুধু নিজেরটার বাইরে যায়না। গ্রামের রাস্তাগুলো গ্রমের মুক্তিযোদ্ধদের নামে করার প্রস্তাব অামার উপজেলায় দিয়েছিলাম এবং ইউ এন ও রাজী হয়ে ইউনিয়ন থেকে প্রস্তাব পাঠাইতপ বলছিল, কিন্ত কমান্ডাররা গায়েে লাগায়নি
Manage


Reply21h
Mobarak Hossain সহমত
Manage


Reply20h

Reply20h

Reply19h
Naresh Das অাদাব। অাপনার সাথে অামি সম্পূর্ণ একমত। যুদ্ধ করেছি। অামরা সৈনিক। অাবালবৃদ্ধবনিতা অামাদেরকে মুক্তিফৌজ নামে ডাকত। এ নামেই পরিচিত হতে চাই। প্রস্তাবিত দাবীগুলো নিয়ে অামরা প্রধানমন্ত্রীর স্বাক্ষাত প্রার্থনা করতে পারি। এজন্য একটি ছোট কমিটি করা যায়। প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা যায়। অাপনি ঢাকা থাকেন উদ্যোগ নেন।অামরা সাথে অাছি। ধন্যবাদ সময়োপযোগী পোস্টের জন্য।
Manage


Reply13hEdited
Abdul Quayyum Khan সহমত
Manage


Reply13h
Haroon Kam ভূয়া মুক্তিযাদ্ধার তালিকা তো বাড়তেই আছে।
Manage


Reply5h
Raihan Firdause আরো বাড়বে সন্দেহ নেই।কারন প্রকৃত মুক্তিযোদ্ধাদের সিংহ ভাগ অংশ মুক্তিযুদ্ধের মূল চেতনাকে পরিত্যাগ করেছেন বহু পূর্বেই।
আর এই স্ট্যাটাসে, যদিও আমাকে ট্যাগ করা হয়েছে,এর অনেক কয়টা দাবীর সংগে আমি মোটেও একমত নই।
@ Haroon Kam

Manage


Reply1h
Rafique Miji Miaji বাঙ্গালী আমি। আমার জাতের অমর,সত্য ও মর্যাদার ইতিহাস,রক্খার্থেই এই দাবী গুলি পূরন করা দরকার।
বিশেষ কাজের,অবধানের মর্যাদা যদি আজ ও রাষ্ট্র আইনের,বিছারের,মানবতার মর্যাদা পায়, বাঙ্গালীর স্বপ্নের প্রতিষ্ঠিত দেশ প্রশাষনে কেন?কোন্? অবহেলায় পাবেনা "মুক্তিফৌজ" 
...See more

No comments:

Post a Comment